পীরগঞ্জে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা: আটক ১ 340 0
পীরগঞ্জে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা: আটক ১
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ফাঁসাতে স্বামীর আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার শানেরহাট ইউনিয়নের ধল্যাকান্দি গ্রামের গৃহবধু নাসরিন বেগম এ মামলা করে। এ ঘটনায় পুলিশ ফারুক মিয়া (৩২) নামে ১ব্যক্তিকে আটক করেছে।মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ মে গভীর রাতে ধল্যাকান্দি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক মিয়া ছোট ভাই উমর মিয়ার স্ত্রী নাসরিন বেগমের ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে কয়েক দফা শালিসী বৈঠকও হয়। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তির পর গত বৃহস্পতিবার পীরগঞ্জ থানার এসআই মনিবুর রহমান ফারুক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল শুক্রবার থানায় মামলা দায়েরের পর ফারুককে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে একই বাড়িতে অবস্থানরত ফারুক ও উমরের বৃদ্ধা মা পারুলী বেগম স্থানীয় সাংবাদিকদের জানায়,অর্থের লালসায় লোভে আমার ছোট ছেলে উমর মিয়াকে বোকা বানিয়ে বড় ছেলে ফারুককে ফাঁসানো হয়েছে। প্রতিবেশী রশিদা বেগম,শামসুল ইসলাম,শাহীন মিয়া ও আলম মিয়া বলেন,দীর্ঘদিন ধরে ওই পরিবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। সম্প্রতি বাড়ির আম গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ফারুকের সঙ্গে ছোট ভাইয়ের স্ত্রী নাসরিনের ঝগড়া হয়। এ নিয়ে তাদের মধ্যে ক্ষিপ্ততা বিরাজ করছিল। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান,নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন নারী অভিযোগ করলে মামলা রুজু করা পুলিশি কর্তব্য। তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটিত হবে।